ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার স্পেনের বার্সেলোনার একটি আদালতে হাজিরা দিয়েছেন। বার্সেলোনা ফুটবল ক্লাবে তার বদলিকে ঘিরে দুর্নীতি ও প্রতারণার অভিযোগ রয়েছে এই তারকা খেলোয়াড়ের বিরুদ্ধে।
২০১৩ সালে বার্সেলোনা ক্লাব নেইমারকে ৫ কোটি ৭০ লাখ ইউরো দিয়েছিল বলে দাবি ক্লাব কর্তৃপক্ষের। কিন্তু তদন্তকারীরা বলছেন নেইমারের সঙ্গে বার্সেলোনার চুক্তি হয়েছিল ৮ কোটি ৩০ লাখ ইউরোতে।
আদালতে হাজির হয়ে বিচারকের সামনে দেড় ঘণ্টার মত কাটান নেইমার। এসময় নেইমারের সঙ্গে এজেন্ট হিসেবে আদালতে উপস্থিত হয়েছিলেন তার বাবা নেইমার ডা সিলভা স্যান্টোস।
এর আগে একটি ব্রাজিলিয়ান গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে কোনোরকম ভুল করার কথা অস্বীকার করেন এই বার্সেলোনা তারকা।
বিডি-প্রতিদিন/ ০৩ ফেব্রুয়ারি, ২০১৬/ রশিদা