ইরিনা শেকের সঙ্গে বিচ্ছেদের পর ক্রিশ্চিয়ানো রোনালদো নাকি এখন মরক্কোর সুন্দরী মডেল মেলানি মার্তিন্সের সঙ্গে রোমান্সে ব্যস্ত রয়েছেন। আর ইদানিং সেই কারণে তাকে ঘনঘন মরক্কো যেতে দেখা যাচ্ছে। স্প্যানিশ মিডিয়ার খবর, রিয়াল মাদ্রিদ প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ এবং নতুন ম্যানেজার জিনেদিন জিদান রীতিমতো নিষেধাজ্ঞা জারি করেছেন রোনাল্ডোর মরক্কো যাত্রার ওপর।
কিন্তু নিষেধাজ্ঞা দিয়েও থামানো যাচ্ছে না এই তারকা খেলোয়াড়কে। রবিবার রাতে এস্পানলের বিরুদ্ধে দুরন্ত হ্যাটট্রিকের পর সেই রাতেই মরক্কো উড়ে গেলেন তিনি। জয়ের পর সোম এবং মঙ্গলবার রিয়াল ফুটবলারদের ছুটি দেওয়া হয়েছিল।
ইরিনার সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার পর রোনালদোর নতুন সম্পর্ক নিয়ে নানা আলোচনা চলছে। সেই তালিকায় প্রাক্তন মিস ইউনিভার্স ফাইনালিস্ট মার্তিন্সের নামটা জোরালভাবে এসেছে। অসামান্য সুন্দরী এবং ভীষণই আবেদনময়ী এই মডেল সোশ্যাল নেটওয়ার্কিং ওয়েবসাইটে বিভিন্ন আকর্ষণীয় স্পটে খোলামেলা পোশাকে ছবি পোস্ট করে থাকেন। রোনালদোর সঙ্গে সম্পর্কের আলোচনার কারণে এখন তার দিকেই চোখ অনেকের।
ইরিনার সঙ্গে রোনালদোর ছাড়াছাড়ির পর কেটে গেছে প্রায় এক বছর। তার জীবনে কোনো নতুন নারী এসেছেন কিনা এমন প্রশ্নের জবাবে রোনালদোর সহাস্য জবাব, হ্যাঁ, কয়েকজনই এসেছেন।
বিডি-প্রতিদিন/ ০৩ ফেব্রুয়ারি, ২০১৬/ রশিদা