তিন ম্যাচ ওডিআই সিরিজের আজ অকল্যান্ডের ইডেন পার্কে অনুষ্ঠিত প্রথম ম্যাচে সফরকারী অস্ট্রেলিয়াকে ১৫৯ রানের বড় ব্যবধানে হারিয়েছে নিউজিল্যান্ড। টসে হেরে প্রথমে ব্যাট করে কিউইরা নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩০৭ রান সংগ্রহ করে। মার্টিন গাপটিল দলের হয়ে সর্বোচ্চ ৯০ রান করেন। আর অধিনায়ক ব্রান্ডন ম্যাককালাম ৪৪ রান ও নিকলস ৬১ রান করেন।
জয়ের জন্য ৩০৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে মাত্র ২৪.২ ওভারেই সবকটি উইকেট হারিয়ে ১৪৮ রান সংগ্রহ করতে সক্ষম হয় অজিরা। সফরকারীদের প্রথম সারির ব্যাটসম্যানদের কেউই তেমন একটা রানের দেখা পাননি। এমনকি হার্ডহিটার ব্যাটসম্যান গ্লেন ম্যাক্সওয়েল ও মিশেল মার্শ উভয়েই শুন্য রানে সাজঘরে ফিরেন। মধ্যমসারির অলরাউন্ডার ওয়েড দলের হয়ে সর্বোচ্চ ৩৭ রান ও বোলার জেমস ফোকনার করেন ৩৬ রান। কিউইদের পেসাররাই মূলত অজিদের ব্যাটিং লাইনে ধস নামিয়েছেন। ট্রেন্ট বোল্ট ও হেনরি তিনটি করে উইকেট ও স্পিনার সান্তনার নেন ২টি উইকেট। বাকি ১টি উইকেট নেন এন্ডারসন।
উল্লেখ্য, অকল্যান্ডে জয়ের মধ্য দিয়ে তিন ম্যাচ সিরিজে কিউইরা ১-০ তে এগিয়ে গেলো। আগামী ৬ ফেব্রুয়ারি দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে।
বিডি-প্রতিদিন/৩ ফেব্রুয়ারি ২০১৬/শরীফ
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        