ঢাকায় অনুষ্ঠেয় এশিয়া কাপ এবং ভারতে অনুষ্ঠেয় আসন্ন আইসিসি ষষ্ঠ টি-২০ বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে শ্রীলংকা। এতে দলে ফিরেছেন নিয়মিত অধিনায়ক লাসিথ মালিঙ্গা, সহ-অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস, সিমার নুয়ান কুলাসেকারা ও বামহাতি স্পিনার রঙ্গনা হেরাথ। এছাড়া দলে ফিরেছেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান নিরোশান দিকভেল্লা, অলরাউন্ডার শেহান জয়সুরিয়া ও দাসুন শানাকা। তবে বাদ পড়েছেন সম্প্রতি ভারতের বিপক্ষে তিন ম্যাচ টি-২০ সিরিজে অংশ নেয়া সেকুজ প্রসন্ন ও কাসুন রাজিথা।
এশিয়া কাপ ও টি-২০ বিশ্বকাপের জন্য লঙ্কার ১৫ সদস্যের স্কোয়াড : লাসিথ মালিঙ্গা [অধিনায়ক], ম্যাথুস, দিনেশ চান্দিমাল, তিলকারত্নে দিলশান, নিরোশান দিকভেল্লা, শেহান জয়সুরিয়া, মিলিন্ডা সিরিভরদনা, দাসুন শানাকা, চামারা কাপুজেদেরা, নুয়ান কুলাসেকারা, দুসমানথা চামীরা, থিসারা পেরেরা, সচিত্র সেনানায়েক, রঙ্গনা হেরাথ, জেফরেই ভানদেরসেই।
উল্লেখ্য, অাগামী ৮ মার্চ থেকে অাইসিসি টি-২০ বিশ্বকাপ ও আগামী ২৪ ফেব্রুয়ারি থেকে এশিয়া কাপ শুরু হবে।
বিডি-প্রতিদিন/১৯ ফেব্রুয়ারি ২০১৬/শরীফ