রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় ৫০ লাখ টাকার অবৈধ মালামাল জব্দ করা হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় মির্জা সাদেক নামের এক যাত্রীকে আটক করা হয়েছে। রবিবার দিবাগত রাত পৌনে তিনটার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, মির্জা সাদেক এয়ার এশিয়ার একটি বিমানে সংযুক্ত আরব আমিরাত থেকে ঢাকায় আসেন। তার কাছ থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ প্রসাধনী দ্রব্য, যৌন উত্তেজক ওষুধ, তামাক, ৩০টি স্মার্টফোন ও চারটি ডিএসএলআর ক্যামেরা জব্দ করা হয়েছে।
ঢাকার শুল্ক বিভাগের সহকারী কমিশনার মো. আল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/২২ ফেব্রুয়ারি ২০১৬/শরীফ