ইনজুরির কারণে বেশ কিছুদিন মাঠের বাইরে ছিলেন জাতীয় দলের পেসার রুবেল হোসেন। ইনজুরি কাটিয়ে তাকে দলে ফেরার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু দলে যোগ দেননি রুবেল। তাই কারণ দর্শানোর নোটিশ দেওয়া হচ্ছে তাকে। বিসিবির কেন্দ্রীয় চুক্তিতেও আপাতত তাকে রাখা হয়নি। নোটিশের সন্তোষজনক জবাব দিলেই তাকে চুক্তিতে ফেরানো হবে। সোমবার বিসিবির সভা শেষে একথা জানিয়েছেন সভাপতি নাজমুল হাসান পাপন।
কেন্দ্রীয় চুক্তিতে রুবেলের থাকা প্রসঙ্গে নাজমুল হাসান বলেন, ''আগের সবাই আছে চুক্তিতে। শুধু রুবেল ছাড়া। ইনজুরি থেকে ফেরার জন্য তাকে যে নির্দেশনা দেওয়া হয়েছিলো, সেটা রুবেল অনুসরণ করেনি। এ জন্যই তাকে আপাতত রাখা হয়নি। তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে। তার জায়গায় এখনো কাউকে নেওয়া হয়নি। কারণ দর্শানোর নোটিশের সে যদি সন্তোষজনক উত্তর দিতে পারে, তবে চুক্তিতে ঢুকবে। না হলে সে বাদ যাবে।''
বিডি-প্রতিদিন/২৩ ফেব্রুয়ারি ২০১৬/ এস আহমেদ