সানিয়া মির্জা-মার্টিনা হিঙ্গিসের বিজয়রথ থামল। টানা ৪১ ম্যাচ জয়ের পর কাতার ওপেনের কোয়ার্টার ফাইনালে রাশিয়ান জুটি এলিনা ভেসনিনা ও দারিয়া কাসাতকিনার কাছে হারল সানিয়া-হিঙ্গিস জুটি। ম্যাচের ফল ২-৬, ৬-৪, ১০-৫।
গতবছর অগাস্টে সিনসিনাট্টি ওপেনে শেষবার হেরেছিলেন সানিয়া-হিঙ্গিস জুটি। তারপর থেকেই টানা ৪১ ম্যাচ জয়। এর মধ্যে ইন্দো-সুইস এই জুটি জেতেন নারী ডাবলসে তিনটি গ্র্যান্ড স্লামও।
এদিন, শুরুর খেলা দেখে মনে হয়নি ৪২তম ম্যাচে এসে হারতে যাচ্ছে সানিয়া-হিঙ্গিস। প্রথম সেট তো জয় দিয়েই শুরু করে, তবে শেষরক্ষা আর করতে পারেননি।
বিডি-প্রতিদিন/২৬ ফেব্রুয়ারি, ২০১৬/মাহবুব