শিগগিরই বোলিং অ্যাকশন শুধরে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশি ক্রিকেট সেনসেশন পেসার তাসকিন আহমেদ। সেইসঙ্গে কঠিন এই মুহূর্তে পাশে থাকার জন্য দেশবাসী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। আজ শুক্রবার সকাল ৯টা ২৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমাবন্দরে পা রেখেই সেখানে জড়ো হওয়া সাংবাদিকদের একথা বলেন তাসকিন। অবৈধ বোলিং অ্যাকশনের কারণে সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে আইসিসি তাকে সাময়িকভাবে নিষিদ্ধ ঘোষণা করে।
বিডি-প্রতিদিন/২৫ মার্চ ২০১৬/শরীফ