টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টেনে নিজের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ২১ রানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে পাকিস্তান। অজিদের দেওয়া ১৯৪ রানের টার্গেটে খেলতে নেমে ৮ উইকেট হারিয়ে ১৭২ তুলতে সক্ষম হয় বাংলাদেশকে হারিয়ে টুর্নামেন্ট শুরু করা সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা।
শুক্রবার মোহালিতে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথ। ব্যাটিংয়ে নেমে দলীয় ২৮ রানে ফর্মে থাকা ওপেনার উসমান খাজাকে হারায় অস্ট্রেলিয়া। তাকে সাজঘরে ফিরিয়েছেন পাকিস্তানি পেসার ওয়াহাব রিয়াজ। দলীয় ৪২ রানে ডেভিড ওয়ার্নারকেও হারায় অস্ট্রেলিয়ানরা। তাকেও আউট করেন ওয়াহাব রিয়াজ। এরপর পাকিস্তান স্পিনার ইমাদ ওয়াসিম অস্ট্রেলিয়ার ওপেনার অ্যারোন ফিঞ্চকে আউট করলে ৫৭ রানে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে অস্ট্রেলিয়া। তবে অধিনায়ক স্মিথ ও হার্ড হিটার গ্লেন ম্যাক্সওয়েলে জুটি প্রতিরোধ গড়ে তোলেন। ১৮ বলে ৩০ রান করে ম্যাক্সওয়েল আউট হলেও স্মিথ শেষ অব্দি ৪৩ বলে ৬১ রান করে অপরাজিত থাকেন। তার সঙ্গী শেন ওয়াটসন ২১ বলে ৪৪ রান করে অপরাজিত থাকেন। এই জুটিতে মাত্র ৬.২ ওভারে ৭৪ রান পেয়েছে অস্ট্রেলিয়া।
পাকিস্তানের পক্ষে দুটি করে উইকেট নিয়েছেন পেসার ওয়াহাব রিয়াজ ও স্পিনার ইমাদ ওয়াসিম।
জবাবে ১৯৪ রানে জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে দলীয় ৪০ রানেই দুই ওপেনার শারজিল খান ও আহমেদ শেহজাদকে হারায় পাকিস্তান। শুরুতে ধাক্কা খাওয়া পাকিস্তানকে এরপর কিছুটা স্বপ্ন দেখান উমর আকমল ও খালিদ লতিফ। তারা দুজনে মিলে ৪৫ রানের অসাধারণ একটি জুটি গড়েন। কিন্তু দলীয় ৮৫ রানের সময় আকমলকে ফেরান ফকনার। বোল্ড হয়ে সাজঘরে ফেরার আগে ২০ বলে ৩ চার ও ১ ছক্কায় ৩২ রান করেন তিনি।
আকমলের আউটের পরেই আর প্রতিরোধ গড়তে পারেনি পাকিস্তানের অন্য কোনো ব্যাটসম্যান। এরপর ১৪ রান করে আউট হন দলীয় অধিনায়ক আফ্রিদি। দলীয় ১৪৭ রানে সাজঘরে ফেরেন পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ইনিংসটি খেলা খালিদ লতিফ। আউট হওয়ার আগে ৪১ বলে ৪ চার ও ১ ছক্কায় ৪৬ রানের ইনিংসটি খেলেন তিনি।
দলীয় ৪০ রান নিয়ে শোয়েব মালিক অপরাজিত থেকে ব্যবধান কমালেও দলের হার এড়াতে পারেননি। শেষপর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৭২ রানে থামে পাকিস্তানের ইনিংস। ফলে এই ম্যাচে ২১ রানে হারে শহীদ আফ্রিদির দল।
বল হাতে অস্ট্রেলিয়ার হয়ে জেমস ফকনার সর্বোচ্চ ৫টি, অ্যাডাম জাম্পা ও জোস হ্যাজলউড একটি করে উইকেট পান।
বিডি-প্রতিদিন/২৫ মার্চ, ২০১৬/মাহবুব