টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টেন পর্ব শেষ হতে যাচ্ছে। এখানে প্রতিটি গ্রুপ থেকে দুটি করে দল সেমিফাইনালের টিকিট পাবে। এরমধ্যে দুই গ্রুপ থেকে একটি করে দল শেষ চারের টিকিট নিশ্চিত করেছে। টানা তিন ম্যাচে তিন জয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ-১ থেকে ওয়েস্ট ইন্ডিস এবং সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে গ্রুপ-২ থেকে নিউজিল্যান্ড।
গ্রুপ-১ থেকে এখন পর্যন্ত আফগানিস্তান ছাড়া বাকি সবারই সেমিতে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এরমধ্যে ইংল্যান্ডের সম্ভাবনা বেশি উজ্জ্বল। ২৯ মার্চ শ্রীলঙ্কাকে হারালে তারা সেমির টিকিট পাবে। আবার শ্রীলঙ্কা বাকি দুটি ম্যাচ জিতে গেলে তারাও সরাসরি সেমিতে চলে যাবে। তবে তা না হলে শ্রীলঙ্কা যদি ইংল্যান্ডকে হারিয়ে দেয় এবং দক্ষিণ আফ্রিকার কাছে হারে যায়, সেক্ষেত্রে তিন দলের সামনে শেষ চারে যাওয়ার সুযোগ থাকবে। এক্ষেত্রে নেট রান রেটে এগিয়ে থাকা দলটি সেমিতে যাবে।
এদিকে, গ্রুপ-২ থেকে ৩টি করে ম্যাচ হেরে প্রথম পর্ব থেকে বিদায় নিতে হচ্ছে বাংলাদেশ ও সাবেক চ্যাম্পিয়ন পাকিস্তানের। বাকি কোন দলটি সেমিতে যাবে সেটি নির্ভর করছে অস্ট্রেলিয়া-ভারতের ম্যাচের ওপর। ওই দিন সে জিতবে সেই যাবে শেষ চারে।
দেখে নিন, পয়েন্ট টেবিল-
দল ম্যাচ জয় পরাজয় পয়েন্ট নেট রান রেট
ওয়েস্ট ইন্ডিজ ৩ ৩ ০ ৬ +০.৬০৯
ইংল্যান্ড ৩ ২ ১ ৪ +০.০১৮
দক্ষিণ আফ্রিকা ৩ ১ ১ ২ +০.৪৮৫
শ্রীলঙ্কা ২ ১ ১ ২ -০.১৭১
আফগানিস্তান ৩ ০ ৩ ০ -১.০৬৭
দল ম্যাচ জয় পরাজয় পয়েন্ট নেট রান রেট
নিউজিল্যান্ড ৩ ৩ ০ ৬ +১.২৮৩
অস্ট্রেলিয়া ৩ ২ ১ ৪ +০.৪৪০
ভারত ৩ ২ ১ ৪ -০.৫৪৬
পাকিস্তান ৪ ১ ২ ২ +০.০৯৩
বাংলাদেশ ৩ ০ ৩ ০ -১.১৬৫
বিডি-প্রতিদিন/২৬ মার্চ, ২০১৬/মাহবুব