টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টেনে নিজেদের শেষ ম্যাচে আজ নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশে। আর এই ম্যাচে মাত্র ২২টি রান করতে পারলে এক পঞ্জিকাবর্ষে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি রানের মালিক হবেন সাব্বির রহমান।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি রানের রেকর্ডটি নিউজিল্যান্ডের ওপেনার মার্টিন গাপটিলের। ২০১২ সালে ১৩ ম্যাচে তিনি করেছিলেন ৪৭২ রান।
অন্যদিকে, এ বছর এখন পর্যন্ত ১৫টি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ম্যাচে ৪৫১ রান করেছেন সাব্বির। আজ কলকাতায় নিউজিল্যান্ডদের বিপক্ষে ম্যাচে ২২ রান করে গাপটিলকে টপকে যাবেন এই টাইগার অলরাউন্ডার।
এদিকে এ বছর ১১ টি-টোয়েন্টিতে ৪৫৪ রান নিয়ে সাব্বিরের ঘাড়ে নিঃশ্বাস ফেলেছে বিরাট কোহলি। দু'জনের সামনেই রেকর্ডের হাতছানি। তবে কোহলির আগে সুযোগটি পাচ্ছেন সাব্বির। কারণ ভারতের পরের ম্যাচ আগামী বৃহস্পতিবার, আর বাংলাদেশের আজ বুধবার।
বিডি-প্রতিদিন/২৬ মার্চ, ২০১৬/মাহবুব