আইসিসি ষষ্ঠ টি-২০ বিশ্বকাপের ২৮তম ম্যাচে কলকাতার ইডেন গার্ডেন্সে টসে জিতে প্রথম ব্যাট করে ৮ উইকেট হারিয়ে ১৪৫ রান তুলেছে নিউজিল্যান্ড। ফলে জয়ের জন্য টাইগারদের দরকার ১৪৬ রান। কিউইদের হয়ে সর্বোচ্চ ৪২ রান করেন অধিনায়ক কেইন উইলিয়ামসন। অার মুনরো দ্বিতীয় সর্বোচ্চ ৩৫ রান ও রস টেলর করেন ২৮ রান।
এদিকে, বাংলাদেশের হয়ে কিউইদের ৫টি উইকেট নিয়েছেন তরুণ পেসার মুস্তাফিজুর রহমান। আজকের ম্যাচের নায়ক হলেন তিনি। নিজের শেষ ওভারের শেষ বলে হ্যাটট্রিকের সুযোগও ছিল তার সামনে। কিন্তু পারেননি। যাহোক, ৪ ওভারে মাত্র ২২ রান দিয়েছেন তিনি। এছাড়া অাল অামিন নিয়েছেন ২টি উইকেট ও মাশরাফি মুর্তজা ১টি উইকেট।
টাইগারদের জন্য আজকের ম্যাচটি অনেকটা নিয়মরক্ষার হয়ে গেছে কারণ তারা ইতোমধ্যে নিজেদের তিনটি ম্যাচেই হেরেছে। অপরদিকে নিউজিল্যান্ড তাদের ৩টি ম্যাচে জিতে ইতোমধ্যে সেমিফাইনালে পৌঁছে গেছে।
কিউইদের একাদশে দুটি পরিবর্তন ছিল। এডাম মিলনের জায়গায় দলে নেয়া হয়েছে নাথান ম্যাককালামকে। অার ওপেনার মার্টিন গাপটিলের জায়গায় ডাক পেয়েছেন হেনরি নিকলস।
বাংলাদেশের একাদশ : তামিম ইকবাল, মোহাম্মদ মিঠুন, সাব্বির রহমান, সাকিব অাল হাসান, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, শুভাগত হোম, মাশরাফি মুর্তজা, আল আমিন হুসেইন ও মোস্তাফিজুর রহমান। অার কিউইদের একাদশ হলো : হেনরি নিকলস, কেইন উইলিয়ামসন, মুনরো, এন্ডারসন, রস টেলর, জর্জ ইলিয়ট, সান্তনার, রনচি, নাথান ম্যাককালাম, ম্যাকক্লেনাগান ও সোধি।
বিডি-প্রতিদিন/২৬ মার্চ ২০১৬/শরীফ