'কাটার মাস্তার'খ্যাত বাংলাদেশের তরুণ পেসার মোস্তাফিজুর রহমান যেন দিন দিন আরো অপ্রতিরোধ্য হয়ে উঠছেন। এরই ধারাবাহিকতায় অাজ কলকাতার ইডেন গার্ডেন্সে আইসিসি ষষ্ঠ টি-২০ বিশ্বকাপের ২৮তম ম্যাচে নিউজিল্যান্ডের পাঁচ পাঁচটি উইকেট নিয়েছেন তরুণ এই সেনসেশন। এজন্য নিজের ৪ ওভারের স্পেলে মাত্র ২২ রান দিয়েছেন তিনি যা চলতি অাইসিসি টি-২০ বিশ্বকাপ ক্রিকেটে এখন পর্যন্ত সেরা বোলিং পরিসংখ্যান। এ সংক্রান্ত তালিকায় দ্বিতীয় স্থানে আছেন অস্ট্রেলিয়ার জেমস ফকনার যিনি ২৭ রান দিয়ে এর আগে কোনো ম্যাচে ৫টি উইকেট নিয়েছেন। তালিকার তৃতীয় স্থানে আছেন কিউই বোলার সান্তনার।
বিডি-প্রতিদিন/২৬ মার্চ ২০১৬/শরীফ