দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে আজ আইসিসি ষষ্ঠ টি-২০ বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে ইংল্যান্ড টসে জিতে প্রথমে নিউজিল্যান্ডকে ব্যাট করতে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।
ইংল্যান্ডের একাদশ : জেসন রয়, এডাম হেইলস, জো রুট, জস বাটলার, ইয়ন মরগান, বেন স্টোকস, মঈন আলী, ক্রিস জর্ডান, ডেভিড উইলি, আবদুর রশিদ ও প্লানকেট। আর নিউজিল্যান্ডের আজকের একাদশ হলো মার্টিন গাপটিল, কেইন উইলিয়ামসন, মুনরো, রস টেলর, এন্ডারসন, জর্জ ইলিয়ট, রনচি, সান্তনার, ম্যাকক্লেনাগান, মিলনে ও সোধি।
বিডি-প্রতিদিন/৩০ মার্চ ২০১৬/শরীফ