দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে আইসিসি ষষ্ঠ টি-২০ বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে টসে হেরে প্রথমে ব্যাট করে নিউজিল্যান্ড নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫৩ রান সংগ্রহ করেছে। ফলে আজকের ম্যাচে জয়ের জন্য ইংলিশদের দরকার ১৫৪ রান। কিউইদের হয়ে সর্বোচ্চ ৪৬ রান করেন কলিন মুনরো। আর অধিনায়ক কেইন উইলিয়ামসন করেন ৩২ রান। ইংলিশদের হয়ে বেন স্টোকস ৩টি উইকেট নেন। অার উইলি, জর্ডান ও প্লানকেট ১টি করে উইকেট লাভ করেন।
ইংল্যান্ডের একাদশ : জেসন রয়, এডাম হেইলস, জো রুট, জস বাটলার, ইয়ন মরগান, বেন স্টোকস, মঈন আলী, ক্রিস জর্ডান, ডেভিড উইলি, আবদুর রশিদ ও প্লানকেট। আর নিউজিল্যান্ডের আজকের একাদশ হলো মার্টিন গাপটিল, কেইন উইলিয়ামসন, মুনরো, রস টেলর, এন্ডারসন, জর্জ ইলিয়ট, রনচি, সান্তনার, ম্যাকক্লেনাগান, মিলনে ও সোধি।
বিডি-প্রতিদিন/৩০ মার্চ ২০১৬/শরীফ