মৌসুমের দ্বিতীয় এল ক্ল্যাসিকোতে আগামী রবিবার মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। আর ক্যাম্প ন্যু’তে অনুষ্ঠিত হওয়া এ ম্যাচটিতে ক্যারিয়ারের ৫০০তম গোল উপভোগ করতে চান লিওনেল মেসি।
গত মঙ্গলবার বলিভিয়ার বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেনাল্টি থেকে একটি গোল করে আর্জেন্টিনার হয়ে ৫০তম গোলের মাইলফলক স্পর্শ করেন মেসি। আলবেসেলিস্তারাও জয় পায় ২-০ গোলে।
প্রীতি ম্যাচে গোল পাওয়ার পর মেসি জাতীয় দল ও বার্সার হয়ে বর্তমানে ৪৯৯ গোলের মালিক। আর পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী জানান রিয়ালের বিপক্ষে মাইলফলক স্পর্শ করা এই গোলটি পেলে হবে বিষেশ কিছু।
মেসি বলেন, ‘রিয়ালের বিপক্ষে এমন একটি কীর্তি গড়তে পারাটা হবে দুর্দান্ত। সেই সঙ্গে দলের জয়ও আমাদের জন্য গুরুত্বপূর্ণ।’
বিডি-প্রতিদিন/ ৩১ মার্চ ১৬/ সালাহ উদ্দীন