মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আজ একটু পরই আইসিসি ষষ্ঠ বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত এবং ওয়েস্ট ইন্ডিজ। আয়োজক হওয়াতে স্বভাবতই ভারতীয় ক্রিকেটাররা আজকের ম্যাচে একটি বেশি চাপে থাকবে। তাই হয়তো নিজেদের চাপমুক্ত রাখতেই 'ক্যাপ্টেন কুল' মাহেন্দ্র সিং ধোনির মেয়ে জিভার সঙ্গে কিছুটা সুন্দর সময় কাটালেন 'মেন ইন ব্লুজরা'। ক্রিকেট সেনসেশন ও ভারতীয় দলের ব্যাটিং স্তম্ভ বিরাট কোহলি জিভার সঙ্গে আনন্দময় সময় কাটানোর পাশাপাশি সেলফিও তুলেছেন। আর মেয়ের সঙ্গে ধোনি, হারভাজন সিং ও ক্যারিবীয় ক্রিকেটার ডোয়াইন ব্রাভো ছবি তোলায় ব্যস্ত ছিলেন। জিভার সঙ্গে তোলা তাদের এই ছবি বিশেষ করে বিরাটের সেলফি ইন্টারনেটে দ্রুতগতিতে ছড়িয়ে পড়ে। খবর ওয়ান ইন্ডিয়ার
উল্লেখ্য, আজ সন্ধ্যা সাড়ে ৭টায় মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টি-২০ বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচের ফলাফলের জন্য বিরাট কোহলি এবং ক্যারিবীয় দানব ক্রিস গেইলের পারফরম্যান্সের দিকেই তাকিয়ে আছে পুরো ক্রিকেট বিশ্ব।
বিডি-প্রতিদিন/৩১ মার্চ ২০১৬/শরীফ