টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিসের বিপক্ষে টস হেরে ব্যাট করছে ভারত। এই প্রতিবেদন লেখা পর্যন্ত এক ওভারে টিম ইন্ডিয়ার সংগ্রহ ২ রান। ব্যাট হাতে ক্রিজে আছেন দুই ওপেনার রোহিত শর্মা ও অজিঙ্কা রাহানে।
বৃহস্পতিবার সন্ধ্যায় মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ড্যারেন সামি।
ভারতীয় দলে দুটি পরিবর্তন এসেছে। ইনজুরিতে পড়ে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়া যুবরাজ সিংয়ের সঙ্গে বাদ পড়েছেন শিখর ধাওয়ান। এই দুজনের জায়গায় একাদশে এসেছেন অজিঙ্কা রাহানে ও মনিষ পান্ডে।
ওয়েস্ট ইন্ডিজ দলেও দুটি পরিবর্তন এসেছে। আগের ম্যাচে বিশ্রামে থাকা ক্রিস গেইল অনুমিতভাবেই একাদশে ফিরেছেন। বাদ পড়েছেন এভিন লুইস। আর ইনজুরিতে পড়ে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়া আন্দ্রে ফ্লেচারের জায়গায় একাদশে ঢুকেছেন লেন্ডল সিমন্স।
বুধবার প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে ফাইনালে উঠেছে ইংল্যান্ড। আজ যারা জিতবে তারাই আগামী রোববার কলকাতার ইডেন গার্ডেনে ইংল্যান্ডের সঙ্গে শিরোপা-যুদ্ধে নামবে।
বিডি-প্রতিদিন/৩১ মার্চ, ২০১৬/মাহবুব