টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অপরাজিত ৮৯ রানের ইনিংস খেলেন ভারতীয় ব্যাটিং সেনসেশন বিরাট কোহলি। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে এটা কোহলির ১৬তম পঞ্চাশোর্ধ রানের ইনিংস। এই রানের মধ্য দিয়ে কোহলি ছাড়িয়ে গেছেন সদ্য অবসরে যাওয়া মারকুটে ব্যাটসম্যান ব্রেন্ডন ম্যাককালাম ও ক্যারিবিয়ান ব্যাটিং দানব ক্রিস গেইলকে।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ম্যাককালাম ও গেইলের পঞ্চাশোর্ধ ইনিংস আছে ১৫টি করে। সেখানে কোহলির ১৬টি। তবে একদিন থেকে অনেক পিছিয়ে কোহলি। টি-টোয়েন্টিতে ম্যাককালাম-গেইলের দুটি করে সেঞ্চুরি থাকলেও কোহলি অবশ্য এখনো তিন অঙ্ক স্পর্শ করতে পারেননি।
বিডি-প্রতিদিন/০১ এপ্রিল, ২০১৬/মাহবুব