বছরের তৃতীয় গ্র্যান্ড স্ল্যাম উইম্বলডনের দ্বিতীয় রাউন্ডে আজ মুখোমুখি হচ্ছেন বিশ্ব র্যাংকিংয়ে ৩ নম্বর তারকা রজার ফেদেরার ও ব্রিটিশ ২৩ নম্বর তারকা মারকাস উইলিস যার বিশ্ব র্যাংকিংয়ে অবস্থান ৭৭২। লন্ডনের সেন্টার কোর্টে আজ স্থানীয় সময় সাড়ে ৪টায় ম্যাচটি শুরু হবে।
টুর্নামেন্টের গত বছরের ফাইনালিস্ট সুইস ফেদেরার এখন পর্যন্ত ১৭টি গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জিতেছেন। এছাড়া এটিপি শিরোপা জিতেছেন ৮৮টি। ৩৪ বছর সুইস এ তারকার কাছে ব্রিটিশ তারকা উইলিস একেবারেই অানকোরা। একটি পরিসংখ্যানেই তাদের মধ্যকার পার্থক্য পরিষ্কার হওয়ার কথা । তা হলো চলতি বছর এখন পর্যন্ত ফেদেরারের অায় যেখানে ৬ লাখ ৩৩ হাজার পাউন্ড সেখানে মারকাস উইলিসের আয় মাত্র ২২০ পাউন্ড। সূত্র : বিবিসির
বিডি-প্রতিদিন/২৯ জুন ২০১৬/শরীফ