ঘরে মাঠে ইংল্যান্ড সিরিজকে সামনে রেখে প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড(বিবিসি)। ৩০ সদস্যের দলে আছে বেশ কিছু চমক।
দীর্ঘদিন পর দলে ফিরেছেন শাহরিয়ার নাফিস, রকিবুল হাসান ও সোহরাওয়ার্দী শুভ। এ ছাড়া, দলে রাখা হয়েছে অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগে নিষিদ্ধ পেসার তাসকিন আহমেদ ও স্পিনার আরাফাত সানিকে।
প্রাথমিক দল :
তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, লিটন দাস, এনামুল হক বিজয়, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ মিথুন, শাহরিয়ার নাফীস, রকিবুল হাসান, মুমিনুল হক, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, নাসির হোসেন, মুশফিকুর রহিম, নুরুল হাসান সোহান, শুভাগত হোম, সাব্বির রহমান, আরাফাত সানী, তাইজুল ইসলাম, জুবায়ের হোসেন, মাশরাফি বিন মুর্তজা, মুক্তার আলী, কামরুল ইসলাম রাব্বি, মুস্তাফিজুর রহমান, আল আমিন হোসেন, শফিউল ইসলাম, মোহাম্মদ শহীদ, তাসকিন আহমেদ ও রুবেল হোসেন।
বিডি-প্রতিদিন/৩০ জুন, ২০১৬/মাহবুব