উইম্বলডনের তৃতীয় রাউন্ডে পৌঁছে গেছেন ব্রিটিশ নাম্বার ওয়ান ও বিশ্বের দুই নম্বর তারকা অ্যান্ডি মারে। লন্ডনের সেন্টার কোর্টে তাইওয়ানের ইয়েন সান লুকে সরাসরি সেটে ৬-৩, ৬-২, ৬-১ গেমে হারিয়ে তৃতীয় রাউন্ডে পৌঁছেন তিনি। তৃতীয় রাউন্ডে অস্ট্রেলিয়ার জন মিলম্যানের মুখোমুখি হবেন মারে। মিলম্যান দ্বিতীয় রাউন্ডে ফরাসি ২৬তম বাছাই বেনোয়া পায়ারকে পরাজিত করেন। খবর বিবিসির
বিডি-প্রতিদিন/১ জুলাই ২০১৬/শরীফ