ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ৩৯তম সহযোগী সদস্য নির্বাচিত হয়েছে সৌদি আরব। বৃহস্পতিবার এডিনবার্গে আইসিসির এক সভায় সর্বসম্মতিক্রমে সৌদিকে সহযোগী কারার এ সিদ্ধান্ত নেওয়া হয়।
২০০৩ সাল থেকে আইসিসির অ্যাফিলিয়েট সদস্য সৌদি ক্রিকেট সেন্টার (এসসিসি)। দীর্ঘ অপেক্ষার পর এবার অ্যাসোসিয়েট সদস্যপদ পেয়ে গেল তারা।
এর আগে, গত বছরের অক্টোবরে সহযোগী সদস্য হতে এসসিসি’র আবেদনটি প্রাক অনুমোদন দিয়েছিল আইসিসির ডেভেলপমেন্ট কমিটি। পরে তা পূর্ণ আবেদনে রূপ নেয় এবং গত মার্চে তা পর্যালোচনা করে আইসিসি।
আইসিসির সহযোগী সদস্য হওয়ার পর সৌদি আরবকে অভিনন্দন জানিয়েছেন সংস্থার চেয়ারম্যান শশাঙ্ক মনোহর। তিনি বলেন, আশা করি, ক্রিকেটকে সামনে এগিয়ে নিতে এটা ইতিবাচক ও কার্যকরী ভূমিকা রাখবে।’
সূত্র: আইসিসির ওয়েবসাইট
বিডি-প্রতিদিন/০১ জুলাই, ২০১৬/মাহবুব