ফুটবলে চিরপ্রতিদ্বন্দ্বী দেশের খেলোয়াড় হলেও লিওনেল মেসির অবসর নিয়ে মুখ খুলেছেন ব্রাজিলিয়ান ফুটবল গ্রেট রোনালদো। বিশ্বকাপজয়ী রোনালদোর বিশ্বাস বিশ্বের অন্যতম সেরা ফরোয়ার্ড মেসি সিদ্ধান্ত পরিবর্তন করে আবারও দেশের জার্সিতে খেলতে নামবেন।
গত রবিবার চিলির বিপক্ষে পেনাল্টি শুট আউটে হারের ফলে দেশের হয়ে টানা তিনটি ফাইনালে শিরোপা জয়ের সুযোগ হারিয়েছেন মেসি। দলের ওই হারে পেনাল্টি মিস করেছেন বিশ্বের অন্যতম সেরা এই ফুটবলার। তাই রাগে ও ক্ষোভে মাত্র ২৯ বছর বয়সেই জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দেন।
পাঁচবারের ব্যালন ডি'অর জয়ী তারকার এমন সিদ্ধান্তকে সবার সম্মান জানানো উচিত মন্তব্য করে রোনালদো বলেন, ''এটা সম্পূর্ন মেসির ব্যক্তিগত পছন্দ। আমাদের উচিত তার এমন সিদ্ধান্তকে সম্মান জানানো। তবে মেসির এমন চলে যাওয়া সবার জন্য কষ্টের।
চিনের সিনহুয়া নিউজ এজেন্সিকে দেওয়া এক সাক্ষাতকারে রোনালদো বলেন, ''মেসির এমন সিদ্ধান্ত সত্যিই কষ্টদায়ক। আশা করছি সে তার সিদ্ধান্ত পরিবর্তন করবে।''
বিডি-প্রতিদিন/এস আহমেদ