জনসমক্ষে ঝামেলায় জড়িয়ে পড়ার মাশুল দিতে হল শ্রীলঙ্কান ক্রিকেটার কিথুরুয়ান ভিথানাগেকে। এক বছরের জন্য সব ধরনের ক্রিকেটে নিষিদ্ধ করা হলো তাকে। মূলত কোড অব কন্ডাক্ট ভঙ্গের কারণেই লঙ্কান ক্রিকেট বোর্ড তাকে এ শাস্তি দেয়।
অতীত রেকর্ডও ভালো নয় ভিথানাগের। ঘরোয়া কিংবা আন্তর্জাতিক কোন ম্যাচই খেলতে পারবেন না তিনি। ২০১৪ সালে একবার ভিথানাগের পুরো ম্যাচ ফি কেটে নেওয়া হয়েছিল। সেবার টেস্ট ম্যাচের মাঝে টিম হোটেল ছেড়ে চলে গিয়েছিলেন। তখন একবছরের নিষেধাজ্ঞার স্থগিত আদেশও পেয়েছিলেন।
বাঁ হাতি এই মিডল অর্ডার ব্যাটসসম্যান গত ডিসেম্বর-জানুয়ারির নিউজিল্যান্ড সফরে ছিলেন। বাজে পারফরম্যান্সের কারণে এরপর দল থেকে বাদ পড়েন। ভিথানাগে ১০ টেস্টে ২৬.৪২ গড়ে ৩৭০ রান করেছেন। ৬টি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টিও খেলেছেন তিনি।
বিডি-প্রতিদিন/ ০৯ জুলাই ১৬/ সালাহ উদ্দীন