টেনিসের বিশ্বকাপ খ্যাত উইম্বলডনের পুরুষ এককের ফাইনালে উঠেছেন ব্রিটিশ নাম্বার ওয়ান অ্যান্ডি মারে ও ষষ্ঠ বাছাই কানাডার মিলস রাওনিক। টুর্নামেন্টের দশম বাছাই চেক রিপাবলিকের টমাস বারদিচকে সরাসরি সেটে ৬-৩, ৬-৩, ৬-৩ গেমে হারিয়ে ফাইনালে পৌঁছেন মারে। আর এর আগে মিলস রাওনিক সুইস লেজেন্ড রজার ফেদেরারকে ৫ সেটের দীর্ঘ লড়াইয়ে ৬-৩, ৬-৭, ৪-৬, ৭-৫, ৬-৩ গেমে পরাজিত করেন। এর মধ্য দিয়ে প্রথম কোনো গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে উঠলেন তিনি।
অ্যান্ডি মারে ২০১৩ সালে প্রথম উইম্বলডন শিরোপা জেতেন। এখন পর্যন্ত তিনি মাত্র ২টি গ্রান্ড স্ল্যাম শিরোপা জিতেছেন। ফলে এবার তার সামনে তৃতীয় গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জয়ের হাতছানি। আগামীকাল রবিবার পুরুষ এককের ফাইনাল অনুষ্ঠিত হবে।
বিডি-প্রতিদিন/৯ জুলাই ২০১৬/শরীফ