অবশেষে সব জল্পনার অবসান হতে চলেছে। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত থেকে সরে এসে আবারও দেশের জার্সিতে মাঠে নামতে চলেছেন লিওনেল মেসি। তবে এখনও পর্যন্ত এ বিষয় নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি ৫ বারের ব্যালন ডি'অর জয়ী। তবে শোনা যাচ্ছে, আগামী অক্টোবর মাসে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে ফের আর্জেন্টিনার জার্সিতে দেখতে পাওয়া যাবে ২৯ বছরের তারকাকে।
শুক্রবার আর্জেন্টিনার একটি পত্রিকার দাবি, বাহামা দ্বীপে ছুটি কাটানোর ফাঁকে আন্তর্জাতিক ফুটবলে ফেরার প্রায় পাকাপাকি সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন মেসি। আর বার্সেলোনা তারকার ফিরে আসার নেপথ্যে বড় ভূমিকা রয়েছে বান্ধবী আন্তোনেল্লা রোকুজ্জোরও। তার অবসরের ঘোষণার পর সাবেক তারকা ফুটবলার, সতীর্থদের প্রত্যাশা আর দেশটির সাধারণ নাগরিকদের আবদারটা মেসির সামনে তুলে ধরে তাকে ফেরার পথ সুগম করেছেন রোকুজ্জোই।
কিন্তু মেসিকে জাতীয় দলের হয়ে মাঠে ফিরবেন কবে? আর্জেন্টিনার সংবাদমাধ্যমের খবর, উরুগুয়ে এবং ভেনেজুয়েলা ম্যাচে তিনি খেলবেন না। অক্টোবরে পেরু ও প্যারাগুয়ের বিরুদ্ধে মেসিকে ফের দেখা যাবে আর্জেন্টিনার দশ নম্বর জার্সিতে।
বিডি-প্রতিদিন/০৯ জুলাই, ২০১৬/মাহবুব