মৃত্যুর মুখ থেকে ফিরে এসে ফের না ফেরার দেশে চলে গেলেন হানিফ মোহাম্মদ। বৃহস্পতিবার করাচির হাসপাতালে মারা গেলেন এই প্রাক্তন পাক ক্রিকেটার। তিনি ক্যান্সারে আক্রান্ত ছিলেন।
শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হানিফ মোহাম্মদকে মাসখানেক আগে করাচির হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ভেন্টিলেশনে থাকাকালীন সেখানে রবিবার থেকেই তার অবস্থার আরও অবনতি হতে শুরু করে। দীর্ঘ ৬ মিনিটের জন্য তার হৃদযন্ত্র স্তব্ধ হয়ে যায়। হাসপাতালে উপস্থিত ছেলে শোয়েব মোহাম্মদকে এই খবরটা চিকিৎসকেরা জানান। এর পরই খবর রটে যায় যে হানিফ মোহাম্মদের মৃত্যু হয়েছে। কিন্তু তারপর অবিশ্বাস্যভাবে তিনি আবার বেঁচে যান। সচল হয়ে যায় তার হৃদযন্ত্র। কিন্তু সেই জীবন বেশিক্ষণ স্থায়ী হয়নি। শেষমেশ মৃত্যুর কোলেই ঢলে পড়েন তিনি। আনন্দবাজার পত্রিকা।
বিডি-প্রতিদিন/ ১১ আগস্ট, ২০১৬/ আফরোজ