জাতীয় দলের পেসার মোস্তাফিজুর রহমানের কাঁধে অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে।
লন্ডনের সাউথ কেনসিংটনের বুপা ক্রমওয়েল হাসপাতালে কাটার মাস্টারের কাঁধে অস্ত্রোপচার করেন আর্থোপেডিক সার্জন অ্যান্ড্রু ওয়ালেস।
প্রায় ঘণ্টাব্যাপী এ অস্ত্রোপচার বাংলাদেশ সময় রাত ৮টা ৫০ মিনিটে শুরু হয়।
এর আগে অস্ত্রোপচারের আগে টাইগার পেসারকে ফোন করেস সাহস যোগান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি মোস্তাফিজের অস্ত্রোপচারের সর্বশেষ খবর জানতে ফোনে কথা বলেন হাসপাতালে উপস্থিত বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনের সঙ্গেও।
প্রধানমন্ত্রী বোলিং বিস্ময় মোস্তাফিজকে সাহস যোগাতে বলেন, ভয় পেয়ো না, সুস্থ হয়ে শিগগিরই তুমি আবার ফিরে আসবে ক্রিকেট মাঠে।
মোস্তাফিজের প্রতি বিশেষ নজর রাখতে প্রধানমন্ত্রী বিসিবি প্রেসিডেন্টকেও পরামর্শ দেন তখন।
বিডি প্রতিদিন/ ১১ আগষ্ট ২০১৬/ সালাহ উদ্দীন