নাম- ফেয়াদ আলদিহানি৷ ইভেন্ট- ডাবল ট্র্যাপ শ্যুটিং৷ পজিশন- প্রথম৷ পদক জয়- স্বর্ণ৷ দেশ-নেই৷ অলিম্পিকের ইতিহাসে এই প্রথম কোনও প্রতিযোগি স্বর্ণ জিতলেন, যার কোনও দেশ নেই৷ এক কথায় রিফিউজির স্বর্ণ জয়৷
আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) আলদিহানির দেশ কুয়েতকে সাসপেন্ড করেছে। তাই নিয়ম অনুযায়ী আইওসি'র পতাকা নিয়েই শ্যুটিংয়ের ডবল ট্র্যাপ বিভাগে নেমেছিলেন আলদিহানি। আর নেমেই জিতে নিলেন স্বর্ণ। কিন্তু তাতেও খুশি নন আলজিহানি। কারণ, আলদিহানির স্বর্ণ জয়ের পরে কোন পোডিয়ামের সবচেয়ে উঁচু জায়গাটিতে দাঁড়িয়ে এই প্রতিযোগির জন্য বাজেনি কোনও দেশের জাতীয় সঙ্গীত। ওড়েনি কোন দেশের জাতীয় পতাকা৷
স্বর্ণ জয়ের পর প্রতিক্রিয়ায় আলদিহানি বলেন, ''স্বর্ণ জিতলাম অথচ পোডিয়ামে উঠে দেশের জাতীয় সঙ্গীত শুনতে পেলাম না৷ আমার মতো হতভাগা আর কে আছে? আমার তো কান্না পেয়ে গিয়েছিল৷''
বিডি-প্রতিদিন/এস আহমেদ