রিও অলিম্পিক্সের ম্যাসকটের নাম ভিনিসাস। রিও শহরের রাস্তায় রাস্তায় ভিনিসাসকে ঘুরতে দেখা যাচ্ছে। এ সামান্য ভিনিসাস দেশের বন্য প্রাণের প্রতীক। ২০০৯-এর ২ অক্টোবরই ব্রাজিলের মানুষের কাছে পরিষ্কার হয়ে যায়, সাত বছর পরে রিওতেই বসবে অলিম্পিকের আসর। আর সেই দিন থেকেই জন্ম হয় ভিনিসাসের।
ব্রাজিলের বিখ্যাত কবি ভিনিসাস দি মোরেস। তার নাম থেকেই রিও অলিম্পিকের এ ম্যাসকটের নাম রাখা হয়েছে। জনশ্রুতি বলে থাকে, ভিনিসাস নাকি বৃদ্ধ হয় না। তার বয়স একই থেকে যায়। তিনি বন্ধুবৎসল ও প্রাণবন্ত ছিলেন। সারাদিনই এদিক ওদিক করতেন তিনি। শিশুরা ভিনিসাসের প্রাণাধিক প্রিয়।
ব্রাজিলের তিসুকা জঙ্গলেই ভিনিসাস-এর বাসস্থান। অলিম্পিকের আগে ব্রাজিলের বিভিন্ন শহর ঘুরে ঘুরে দেখেছে ভিনিসাস। প্রচুর বন্ধুও তৈরি করে ফেলেছে রিওর ম্যাসকট। ২০১৬ শীতকালীন প্যারা অলিম্পিকের ম্যাসকট টম-ই ভিনিসাসের প্রিয় বন্ধু। দু’ জনকে একসঙ্গে ছবি তুলতেও দেখা গিয়েছে।
সূত্র: এবেলা
বিডি প্রতিদিন/১২ আগস্ট ২০১৬/হিমেল-০৪