রিও অলিম্পিকে শ্যুটার আবদুল্লাহ হেল বাকি ও আর্চারি শ্যামলীর দেখানো পথে হাঁটলেন এবার মাহফিজুর রহমান সাগর। সাঁতারের ৫০ মিটার ফ্রিস্টাইলের হিটেই বাদ পড়েছেন বাংলাদেশের এই অ্যাথলেট। ৮৫ জনের মধ্যে তার অবস্থান ৫৪তম।
৫০ মিটার ফ্রি স্টাইলে সাগরের সেরা টাইমিং ছিল ২৩ দশমিক ৯৩ সেকেন্ড।
পরের রাউন্ডে জায়গা পেয়েছে ১৬ জন। এর মধ্যে রোমেনিয়ার নরবার্ত ট্র্যান্ডাফির ২২ দশমিক ১০ সেকেন্ড সময় নিয়ে ১৬তম হয়ে কোয়ালিফাই করেন। আর হিটে সেরা টাইমিং করেন ইউক্রেনের আন্দ্রিয়া হোভোরভ। সময় নেন ২১ দশমিক ৪৯ সেকেন্ড।
বিডি-প্রতিদিন/এস আহমেদ