তিন বছর মাঠের বাইরে থাকার পর আজ ১৩ আগস্ট নিষেধাজ্ঞার জাল থেকে মুক্ত হচ্ছেন ক্রিকেটার আশরাফুল। খেলতে পারবেন ঘরোয়া ক্রিকেটে। আর এই খুশির দিনেই ইংল্যান্ড থেকে দেশে ফিরছেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক।
টেলিফোনে আশরাফুল জানান, সব কিছু ঠিক থাকলে আজ শনিবার দেশে ফিরবেন তিনি। আর আইসিসির প্রধান কার্যালয় শনিবার বন্ধ থাকায় রবিবার সেখানে থেকে জানা যাবে সবকিছু।
এদিকে দেশে ফিরলেও আশরাফুল জাতীয় দলের হয়ে এবং বিপিএল বা এইধরণের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্ট ও বাইরের দেশের প্রথম শ্রেণির ক্রিকেটে খেলতে পারবেন কি না তা নিয়ে রয়েছে সংশয়। তবে সবকিছুর উত্তর পাওয়ার জন্য অপেক্ষা করতে হবে আর একদিন। রবিবার আইসিসি থেকে জানা যাবে আশরাফুল কোন টুর্নামেন্ট খেলতে পারবে আর কোন টুর্নামেন্ট খেলতে পারবে না।
বিডি-প্রতিদিন/এস আহমেদ