শচীন টেণ্ডুলকার স্বাক্ষরিত প্রশংসাপত্র দিয়ে রক্তদাতাদের সম্মানিত করার অভিনব প্রয়াস নিল ভারতের বাগুইআটি ইউথ ফোরাম 'রূপকায়া'। আগামী ১৫ আগস্ট বাগুইপাড়া এলাকায় রক্তদান শিবিরের আয়োজন করতে চলেছে এই ক্লাব।
ইদানিং রক্ত দিলে রক্তদাতাকে কিছু না কিছু উপহার দেওয়ার রেওয়াজ চালু হয়েছে। কোনো কোনো সংগঠন রক্তদানে মানুষকে উৎসাহিত করতে মোবাইল ফোন পর্যন্ত উপহার হিসেবে দিচ্ছে। তবে লিটল মাস্টার শচীন টেন্ডুলকারের সই করা প্রশংসাপত্র দেওয়ার মধ্যে যে অভিনবত্ব আছে তা বাড়তি উৎসাহ দেবে রক্তদাতাদের এমনটাই মনে করছে 'রূপকায়া'। সূত্র: সংবাদ প্রতিদিন।
বিডি-প্রতিদিন/ ১৩ আগস্ট, ২০১৬/ আফরোজ