শিরীন আক্তার মেয়েদের ১০০ মিটার স্প্রিন্টারের প্রাক বাছাইপর্ব থেকেই বাদ পড়েন।
আজ ট্রাক এন্ড ফিল্ডে মাঠে নামেন বাংলাদেশের আরেক দৌড়বিদ মেজবাহ আহমেদ। ছেলেদের ১০০ মিটারে তিনিও প্রাক বাছাইয়ের হিটেই বাদ পড়েছেন। প্রাক বাছাইয়ের দ্বিতীয় হিটে অংশ নিয়ে ১১.৩৪ সেকেন্ড সময় নিয়ে চতুর্থ হন মেজবাহ।
এই হিট থেকে ১০.৪৩ ও ১০.৭৬ সময় নিয়ে পরের রাউন্ডে যান মালদ্বীপের হাসান সাঈদ ও টঙ্গোর সিউনি ফ্লিমনি।
প্রাক বাছাইয়ের তিন হিট থেকে মোট ৮ জন প্রথম রাউন্ডের টিকিট পেয়েছেন। তার মধ্যে ১ নম্বর হিট থেকে তিনজন। ২ নম্বর হিট থেকে ২ জন ও ৩ নম্বর হিট থেকে তিনজন।
বিডি প্রতিদিন/ ১৩ আগস্ট ২০১৬/ সালাহ উদ্দীন