শেষ প্রতিযোগিতায়ও স্বর্ণ জিতে রিও অলিম্পিক থেকে বিদায় নিলেন মাইকেল ফেলপস। বাংলাদেশ সময় রবিবার সকালে ছেলেদের ১০০ মিটার মিডলে রিলেতে স্বর্ণ জিতেছে ফেলপসের যুক্তরাষ্ট্র দল। এর ফলে সর্বকালের সেরা সাঁতারুর স্বর্ণ সংখ্যা দাঁড়ালো ২৩টিতে।
আগের দিনই দিয়েছিলেন চূড়ান্ত অবসরের ঘোষণা। আর রবিবার ক্যারিয়ারে শেষ রেসও জীবন্ত এই কিংবদন্তি গলায় ঝুঁলালেন স্বর্ণের পদক।
রিও অলিম্পিকের অষ্টম দিনে ১০০ মিটার মিডলে রিলের তৃতীয় লেগে যখন পুলে ঝাঁপ দিলেন, যুক্তরাষ্ট্র তখন দ্বিতীয়। ব্রিটেনই এগিয়ে। কিন্তু মাইকেল ফেলপসের মনে তা নিয়ে কোনো শঙ্কার বালাই কি ছিল?
দেখে মনে হলো না। নিজের ল্যাপ শেষ যখন করলেন, যুক্তরাষ্ট্র অনেকটা এগিয়ে গেছে। শেষ ল্যাপে নাথান আদ্রিয়ানের কাজটা দাঁড়াল শুধু সেই সুবিধাটা ধরে রাখা। সেটা ভালোভাবেই করলেন আদ্রিয়ান। এর মধ্য দিয়ে সোনালি পদকে মুড়িয়ে বিদায় হলো কিংবদন্তির।
৩১ বছর বয়সী ফেলপসের রিও অলিম্পিকে দুটি ব্যক্তিগত ও তিনটি দলীয় স্বর্ণ জিতেছেন। লন্ডনে গত অলিম্পিকেও ৪টি স্বর্ণের পদক গলায় ঝুলিয়েছিলেন তিনি। এর আগে ২০০৪ সালে এথেন্সে ৬টি আর বেইজিংয়ে ৮টি স্বর্ণ জেতেন সর্বকালের সেরা এই অলিম্পিয়ান।
বিডি-প্রতিদিন/১৪ আগস্ট,২০১৬/মাহবুব