জ্যামাইকার ইলাইন টমসন রিও অলিম্পিক গেমসের দ্রুততম মানবী হয়েছেন। আজ (ব্রাজিল সময় শনিবার রাত) তিনি ১০.৭১ সেকেন্ডে স্বর্ণ জয় করেছেন।
এতে তৃতীয় হয়েছেন একই দেশের শেলি-অ্যান ফ্রেসার-প্রিয়স। আর দ্বিতীয় হয়েছেন যুক্তরাষ্ট্রের টরি বোই।
ফ্রেসার ২০০৮ ও ২০১২ অলিম্পিক গেমসে স্বর্ণ জয় করেছিলেন। ফলে তার সামনে হ্যাটট্রিকের সম্ভাবনা ছিল। কিন্তু টমসন তাকে সে সুযোগ দেননি।
বিডি প্রতিদিন/১৪ আগস্ট ২০১৬/হিমেল-১৮