স্প্যানিশ সুপার কাপের প্রথম লেগে সেভিয়ার মাঠে ২-০ গোলে জয় পেয়েছে গত মৌসুমে ডাবল জেতা বার্সেলোনা। এর ফলে শিরোপা জয়ের পথে একধাপ এগিয়ে গেল লুইস এনরিকের দল। রবিবার রাতে বার্সার হয়ে গোল দুটি করেন লুইস সুয়ারেস ও মুনির এল হাদ্দাদি।
নতুন মৌসুমের শুরুতে আগের মৌসুমের লা লিগা চ্যাম্পিয়ন ও কোপা দেল রের চ্যাম্পিয়নের মধ্যে এই লড়াই হয়ে থাকে। তবে ২০১৫-১৬ মৌসুমে এই দুই প্রতিযোগিতায় বার্সেলোনা চ্যাম্পিয়ন হওয়ায় সুযোগ পেয়েছে কোপা দেল রের রানার্সআপ সেভিয়া। আগামী বুধবার ন্যু ক্যাম্পে প্রতিযোগিতার ফিরতি পর্ব।
প্রতিপক্ষের মাঠে ম্যাচের প্রথমার্ধটা অবশ্য হতাশায়ই কেটেছে বার্সেলোনার। বারবার আক্রমণ শানিয়েও গোল করতে পারেননি মেসি-সুয়ারেজরা। ফলে গোল শূন্যভাবে শেষ হয় প্রথমার্ধ।
বিরতির পর ম্যাচের ৫৪তম মিনিটে মিডফিল্ডার আর্দা তুরানের বাড়ানো বলে ডান পায়ের শটে দলকে এগিয়ে দেন সুয়ারেস। ৭৭তম মিনিটে তুরানকে বসিয়ে মুনির এল হাদ্দাদিকে নামান কোচ। চার মিনিট বাদেই কোচের আস্থার প্রতিদান দেন এই তরুণ ফরোয়ার্ড। প্রায় মাঝমাঠের কাছ থেকে মেসির লম্বা পাস ধরে একটু এগিয়ে ডি বক্সের ঠিক বাইরে থেকে কোনাকুনি শটে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। শেষ দিকে মেসি-সুয়ারেসের বোঝাপড়ায় আরেকটি গোলের সুযোগ তৈরি হলেও সেভিয়া গোলরক্ষকের নৈপুণ্যে ব্যবধান আর বাড়েনি।
বিডি-প্রতিদিন/১৫ আগস্ট, ২০১৬/মাহবুব