টেনিসের পুরুষ এককে প্রথম কোনো খেলোয়াড় হিসেবে দুটি অলিম্পিকে স্বর্ণ জিতে রেকর্ড গড়লেন গ্রেট ব্রিটেনের অ্যান্ডি মারে। রিও অলিম্পিকের দশম দিনে সেরা হওয়ার লড়াইয়ে তিনি আর্জেন্টিনার হুয়ান মার্টিন দেল পোত্রোকে পরাজিত করেন।
উইম্বলডন চ্যাম্পিয়ন অ্যান্ডি মারে লন্ডনে গত অলিম্পিকেও স্বর্ণ জিতেছিলেন। পুরুষ এককে এর আগে কেউ দুটি স্বর্ণ জিততে পারেনি। তবে রেকর্ড গড়তে যথেষ্ট ঘাম ঝরাতে হয়েছে মারের। প্রায় চার ঘণ্টা ধরে চলা লড়াইয়ে দেল পোত্রোকে ৭-৫, ৪-৬,৬-২ গেমে হারান বিশ্বের দুই নম্বর খেলোয়াড় মারে।
২৯ বছর বয়সী মারে জানান, এটা কোনো বড় শিরোপা জেতার জন্য তার সবচেয়ে কঠিন ম্যাচগুলোর একটি।
ফাইনালে হেরে যাওয়ায় রুপা নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে দেল পোত্রোকে। অন্যদিকে, রাফায়েল নাদালকে ৬-২, ৬-৭, ৬-৩ গেমে হারিয়ে ব্রোঞ্জ পদক পেয়েছেন জাপানের কেই নিশিকোরি।
বিডি-প্রতিদিন/১৫ আগস্ট, ২০১৬/মাহবুব