ওভাল টেস্টে ইংল্যান্ডকে হারিয়ে চার ম্যাচের টেস্ট সিরিজটি ২-২ সমতায় শেষ করার পাকিস্তানের সামনে এখন ইতিহাস পড়ার হাতছানি। কারণ অফিসিয়াল টেস্ট র্যাংকিং চালু হওয়ার পর এই প্রথম যে র্যাংকিংয়ে শীর্ষ উঠার সুযোগ পাকিস্তানের। তবে বর্তমান র্যাংকিংয়ে তৃতীয় স্থানে থাকা পাকিস্তানের সেই স্বপ্ন এখন অনেকটা ওয়েস্ট ইন্ডিস ও শ্রীলঙ্কার হাতে!
অজিদের বিপক্ষে লঙ্কানরা যদি চলমান টেস্ট সিরিজ ২-০ বা আরও ভালো ফলাফলে জয়ী হতে পারে এবং ভারতের বিপক্ষে পোর্ট অব স্পেন টেস্টে ক্যারিবীয়রা যদি জয় কিংবা ড্র করে তাহলে মিসবাহ-ইউনিসদের শীর্ষে উঠা নিশ্চিত।
২০০৩ সালে অফিসিয়াল টেস্ট র্যাংকিং চালু হওয়ার পর কখনোই শীর্ষে ওঠা হয়নি পাকিস্তানের। গত বছর আরব আমিরাতে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ে সর্বোচ্চ দ্বিতীয় স্থানে উঠেছিল তারা।
ইতোমধ্যেই ২-০ ব্যবধানে তিন ম্যাচের সিরিজ নিশ্চিত করেছেন অ্যাঞ্জেলো ম্যাথিউসরা। অন্যদিকে, এক ম্যাচ হাতে রেখেই (২-০, দ্বিতীয় টেস্ট ড্র) চার ম্যাচের টেস্ট সিরিজ জিতে নিয়েছে টিম ইন্ডিয়া।
সমতায় সিরিজ শেষ করায় পাকিস্তান ও ইংল্যান্ডের সিরিজ শুরুর আগের পয়েন্টই অপরিবর্তিত-১১১, ১০৮। সে যাই হোক, শ্রীলঙ্কার মাটিতে স্টিভেন স্মিথরা শেষ ম্যাচেও যদি হেরে যায় বা জয়হীন থাকে তবে তারা পাকিস্তানের পেছনে চলে যাবেন। আর জয় পেলে পাকিস্তানের সমান ১১১ পয়েন্ট হলেও পয়েন্টের ভগ্নাংশ হিসেবে এগিয়ে থাকবে অজিরাই। এখানেও কথা আছে, ওয়েস্ট ইন্ডিজকে জয় বা ড্র করতে হবে। তবেই নাম্বার ওয়ান টেস্ট সাইড হিসেবে বাড়ি ফিরতে পারবে অস্ট্রেলিয়া। অন্যথায় শীর্ষে উঠবে ভারত।
অস্ট্রেলিয়া-ভারত-পাকিস্তানের শীর্ষে থাকার সমীকরণ:
অস্ট্রেলিয়া: কলম্বো টেস্ট অস্ট্রেলিয়াকে জিততেই হবে এবং ওয়েস্ট ইন্ডিজকে পোর্ট অব স্পেন টেস্টে জয় বা ড্র করতে হবে।
ভারত: পোর্ট অব স্পেন টেস্টে ভারতের জয়ের বিকল্প নেই।
পাকিস্তান: শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজকে যথাক্রমে কলম্বো ও পোর্ট অব স্পেন টেস্টে জয় বা ড্র নিয়ে মাঠ ছাড়তে হবে।
প্রসঙ্গত, বর্তমান র্যাংকিংয়ে ১১৮ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষ টেস্ট দল অস্ট্রেলিয়া। দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থানে থাকা শীর্ষ অন্য তিন হলেন যথাক্রমে ভারত (১১২), পাকিস্তান (১১১) ও ইংল্যান্ড (১০৮)। পরের ৬টি দল হলো নিউজিল্যান্ড (৯৯, +১), দক্ষিণ আফ্রিকা (৯২), শ্রীলঙ্কা (৮৫), ওয়েস্ট ইন্ডিজ (৬৫), বাংলাদেশ (৫৭) ও জিম্বাবুয়ে (৮, -৪)।
বিডি-প্রতিদিন/১৫ আগস্ট, ২০১৬/মাহবুব