রাফায়েলা সিলভা ব্রাজিলের হয়ে জুডোতে স্বর্ণ জেতার পর পেরিয়ে গেছে ৮ দিন। কিন্তু অধরা স্বর্ণ আর ধরে দিচ্ছিল না স্বাগতিকদের হাতে। অতঃপর সেই কাঙ্ক্ষিত স্বর্ণটি এলো, তাও আবার আরাক সিলভার হাত ধরে।
অলিম্পিকের স্বাগতিক দেশ, মাত্র একটি স্বর্ণ নিয়ে তারা কি না পদক তালিকার ৩১ নম্বরে ছিল! সিলভার স্বর্ণ জয়ে মঙ্গলবার এক লাফে সেখান থেকে ১৬ নম্বরে উঠে এল ব্রাজিল।
মজার বিষয় হলো এদিন, ব্রাজিলের দ্বিতীয় স্বর্ণটা এসেছে আবার লাফ দিয়েই। যে লাফটা দিয়েছেন থিয়াগো ব্রাজ ডা সিলভা। পোলভল্টে ৬.০৩ মিটার লাফিয়ে স্বর্ণ জিতেছেন ২২ বছরের ব্রাজিলিয়ান। অথচ ক্যারিয়ারে কখনো ৬ মিটারের বেশি লাফাতে পারেননি। আর অলিম্পিকেই কি না দিলেন জীবনের সেরা লাফটা! ৬.০৩ মিটার নতুন অলিম্পিক রেকর্ডও।
বিডি-প্রতিদিন/১৬ আগস্ট, ২০১৬/মাহবুব