টানা ৪৭ দিন দেশের বাইরে জ্যামাইকা তালাওয়াসের হয়ে খেলে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) শিরোপা জিতেছেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সফল সেই মিশন শেষ করে শুক্রবার সকালে দেশে ফেরেন সাকিব। কিছুদিন বিশ্রাম কাটিয়ে তারপরই জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবেন। তবে তার আগের এই ছুটির সময়টা উপভোগ করতেই স্বপরিবারে চলে গেলেন মালদ্বীপ।
সেখানে স্ত্রী উম্মে আহমেদ শিশির, কন্যা আলায়না হাসান অউব্রেকে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন সাকিব। সোমবার সাকিবের স্ত্রী শিশির সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার ভ্যারিফাইড আইডিতে মালদ্বীপে ঘুরে বেড়ানোর একটি ছবি পোস্ট করেন। পোস্টের ক্যাপশনে তিনি লিখেছেন, 'মালদ্বীপে পারিবারিক ছুটি কাটাচ্ছি। আমার ছোট পরিবারকে ভালোবাসি।'
আগামী ২০ তারিখ থেকে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চান্দিকা হাতুরুসিংহের নেতৃত্বে শুরু হবে জাতীয় দলের স্কিল ট্রেনিং। ছুটি কাটিয়ে দেশে ফিরেই ক্যাম্পে যোগ দেবেন বাঁ-হাতি এই অলরাউন্ডার।
বিডি প্রতিদিন/১৬ আগস্ট ২০১৬/হিমেল-১২