এবারের রিও অলিম্পিকে গলফের দিকে তাকিয়ে ছিলেন অনেকেই। এর অন্যতম কারণ, অলিম্পিক ইতিহাসে ১১২ বছর পর এবারের আসরে চালু হয়েছে ব্যবয়হুল এই ইভেন্টি। অবশ্য বাংলাদেশিদরে কাছে খেলাটির দিকে তাকিয়ে থাকার অন্যরকম একটা মহত্বও ছিল। কারণ এই ইভেন্টে অংশ নেন দেশ সেরা গলফার সিদ্দিকুর রহমান। জিকা ভাইরাস আতঙ্কে অনেক তারকা গলফারবিহীন এই ইভেন্টে শেষ পর্যন্ত স্বর্ণ জিতেছেন গ্রেট ব্রিটেনের জাস্টিন রোজ।
পারের চেয়ে ১৬ শট কম খেলে সেরা হয়েছেন রোজ। আর ১৪ শট কম খেলে রৌপ্য পদক নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে র্যাঙ্কিংয়ে রোজের থেকে এগিয়ে থাকা সুইডেনের হেনরিক স্টেনসনকে। ব্রোঞ্জ জিতেছেন যুক্তরাষ্ট্রের ম্যাট কুচার।
অলিম্পিকের গলফ টুর্নামেন্টে প্রথমবারের মতো কোনো বাংলাদেশি হিসেবে ওয়াইল্ড কার্ড ছাড়া অংশ নিয়েছিলেন সিদ্দিকুর রহমান। তবে আসরে হতাশ হয়ে ফিরতে হয় তাকে। ৬০ জনের এ খেলায় তিনি হয়েছেন ৫৮তম।
বিডি-প্রতিদিন/১৬ আগস্ট, ২০১৬/মাহবুব