ইউরো আসরে জার্মানির ব্যর্থতার পর জাতীয় দল থেকে বাস্তিয়ান শোয়েইন্সটাইগারের অবসরের পর এবার আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন জার্মানির তারকা স্ট্রাইকার লুকাস পোডলস্কি।
নিজের অবসরের কথা সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে দেশের জার্সিতে আর মাঠে নামবেন না বলে জানান ব্রাজিল বিশ্বকাপে শিরোপাজয়ী দলের অন্যতম এই সদস্য।
২০০৪ সালে জাতীয় দলে অভিষেকের পর জার্মানির হয়ে তিনটি বিশ্বকাপে অংশ নিয়েছেন। দেশের জার্সি গায়ে সব মিলিয়ে ১২৯ ম্যাচে করেছেন ৪৮ গোল।
পোডলস্কি জানান, ‘ধন্যবাদ আমার সকল ভক্ত-সমর্থকদের। ১২ বছর, ১২৯ ম্যাচ। এটা সত্যিই অবিশ্বাস্য! এটা অসাধারণ মুহূর্ত ছিল! জার্মানির জাতীয় দলের হয়ে খেলাটা আমার জন্য বিরাট গৌরবের। আর দেশের জন্য বিশ্ব শিরোপা জেতাটা ছিল গর্বের অংশ।’
আর্সেনাল, ইন্টার মিলান আর বায়ার্ন মিউনিখের মতো জায়ান্ট ক্লাবে খেলা এই জার্মান তারকা আরও জানান, অবসরের এই সিদ্ধান্ত আমার কাছে খুবই কঠিন ছিল। কোচকে জানিয়ে দিয়েছি দেশের জার্সি গায়ে আর কোনো ম্যাচ খেলবো না। পরিবারকে সময় দিতে চাই।
বিডি-প্রতিদিন/১৬ আগস্ট, ২০১৬/মাহবুব