'সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ' শীর্ষক সেরা সাঁতারু অন্বেষণ বগুড়ায় শেষ হয়েছে। দিন শেষে ১০ জনকে বেছে নিয়েছে আয়োজক সংস্থা- বাংলাদেশ সাঁতার ফেডারেশন।
মঙ্গলবার দুপুরে বগুড়া শহরের শহীদ চাঁন্দু স্টেডিয়ামের সুইমিং পুলে সাঁতার ফেডারেশন জেলার প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে থাকা প্রতিভাবান সাঁতারুদের খুঁজে বের করার লক্ষ্যে এ প্রতিযোগিতার আয়োজন করে।
এই বাছাইয়ে জেলার প্রায় ৬৪ জন ছেলে সাঁতারু অংশ গ্রহণ করে। সেখান থেকে পরবর্তী পর্যায়ে অংশ নেওয়ার জন্য বেছে নেওয়া হয় বিভিন্ন বয়সের ১০ জনকে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বগুড়ার স্থানীয় সরকার উপ-পরিচালক এস এ এম রফিকুন্নবী, বাংলাদেশ নৌবাহিনীর কমান্ডার এসএম মাহমুদুর রহমান, (সি) পিএসসি বিএন, লে. কমান্ডার এম নাঈমুল হক (এস) বিএন, লে. কামান্ডার এম নাহিদ হাসান (এক্স) বিএন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাছুদার রহমান মিলনসহ জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাবৃন্দ।
বিডি-প্রতিদিন/এস আহমেদ