অলিম্পিক ফুটবলে স্বর্ণ জয়ের স্বপ্ন অধরাই থাকলো ব্রাজিলের মেয়েদের। সেমিফাইনালে সুইডেনের কাছে টাইব্রেকারে হেরে চোখের পানিতে বিদায় নিল মার্তার দলের। অথচ গ্রুপ পর্বের লড়াইয়ে সুইডিশদের ৫-১ গোলে স্বাগতিক দেশটির মেয়েরা।
ফাইনালে যাওয়ার লড়াইয়ে মঙ্গলবার রাতের সেমিফাইনালে সুবিধা করতে পারেনি ব্রাজিলিয়ানরা। শেষ অব্দি দু্ই দলের ম্যাচটি গোলশূণ্যভাবে শেষ হয়। এরপর অতিরিক্ত সময়েও গোল করতে ব্যর্থ হয় দুই দল। ফলে ম্যাচের ভাগ্য গড়ায় টাইব্রেকারে। আর সেখানেই ব্রাজিলের মেয়েদের কাঁদিয়ে (৪-৩ গোল) ফাইনালে পৌঁছে যা সুইডিশরা।
এর আগে, অলিম্পিক ফুটবলে দু’বার রৌপ্য পদক জিতলেও স্বর্ণ ছোঁয়া হয়নি। তাই ঘরের মাঠে এবার স্বর্ণ জয়ের স্বপ্নে বিভোর ছিল তারা। কিন্তু অলিম্পিক স্বর্ণ অধরাই রইল ব্রাজিলের মেয়েদের কাছে।
এদিকে, মেয়েরা ব্যর্থ হলেও স্বর্ণ স্বপ্ন এখনো সজীব নেইমারদের। ফাইনালে উঠার লড়াইয়ে বুধবার রাতে মাঠে নামবে তারা।
বিডি-প্রতিদিন/১৭ আগস্ট,২০১৬/মাহবুব