পাঁচবার বিশ্ব চ্যাম্পিয়ন হলেও একবারের জন্য অলিম্পিক ফুটবলে স্বর্ণ ছোঁয়া হয়নি ব্রাজিলের। সেটা মেয়ে হোক আর ছেলে হোক। ঘরের মাঠে এবার সেই স্বপ্ন পূরণে বিভোর ছিল ব্রাজিলিয়ানরা। তবে, দুর্দান্ত শুরু করেও ইতিমধ্যে হেরে আসরের সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে স্বাগতিক দেশটির মেয়েরা। তবে এখনও স্বপ্ন টিকে আছে, কেননা এখনও যে ছেলেদের ফুটবলে সজীব নেইমাররা। আর মাত্র দু'টি জয় থেকে দূরে ব্রাজিল। তার একটিতে সেমিফাইনালে আজ হন্ডুরাসকে হারাতে হবে। তবেই মিলবে ফাইনালের টিকিট।
ব্রাজিলের চেয়ে শক্তিমত্তায় অনেক পিছিয়ে হন্ডুরাস। তারপরও যেহেতু তারা সেমিফাইনালে এসেছে, তাই খাটো করে দেখার কোনো সুযোগ নেই। ঘরের মাঠে প্রার্থিত স্বর্ণ জয়ের পথে এগিয়ে জেতে হলে হন্ডুরাসের বিপক্ষে ব্রাজিলকে শতভাগ দিয়েই খেলতে হবে। এটা হয়তো নেইমারদের অজানা নয়। তারপরও ঘরের মাঠে ফেভারিট হিসেবে মাঠে নামবে সেলেকাওরা। আজ বুধবার বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হবে ম্যাচটি। তার আগে চলুন দেখে নিই কেমন হতে পারে ব্রাজিলের সম্ভাব্য একাদশ।
ব্রাজিলের সম্ভাব্য একাদশ : উয়িভার্টন, জেকা, মার্কুইনহোস, কায়ো, সান্তোস, অ্যান্ডারসন, মাইয়া, আগুস্তো, নেইমার, গ্যাব্রিয়েল ও জেসাস।
বিডি-প্রতিদিন/১৭ আগস্ট, ২০১৬/মাহবুব