রবিবারের রাতের দিকে নজর ছিল গোটা ভারতের। রিওতে সেদিন অল্পের জন্য হেরে গেলেন দীপা কর্মকার। স্বপ্নভঙ্গ হয় দেশবাসীর। আগরতলার মেয়েটি পদকের মঞ্চে উঠতে না পেরে শোকে বিহ্বল। দীপার ছেলেবেলার কোচ সোমা নন্দী অবশ্য আগেই বলছিলেন, ‘‘ল্যান্ডিংয়ের সমস্যার জন্য পদক হারাতে হয়েছে দীপাকে।’’
তবে রিওর অলিম্পিক মঞ্চে দীপা যে কীর্তি গড়েছেন, এ রকম কৃতিত্ব কোনো ভারতীয় জিমন্যাস্টেরই নেই। দীপা যা করেছেন তা একক দক্ষতাতেই। অথচ দেশের নাম উজ্জ্বল করার পরেও ভারতের স্বর্ণের মেয়ের সঠিক নামটাই জানেন না অনেকে। সম্প্রতি দীপার নাম ভুল করায় বলিউড তারকা সালমান খান বেশ সমালেচিত হন। এখন সেই তালিকায় নাম লিখালেন ভারতের ক্রীড়ামন্ত্রী বিজয় গোয়েল। রিও অলিম্পিক্সে গিয়ে একের পর এক বিতর্কে জড়িয়েছেন তিনি। বিজয় গোয়েলের বিরুদ্ধে অভিযোগ, তিনি ভারতীয় অ্যাথলেটদের সঙ্গে একের পর এক সেলফি তুলে বেড়িয়েছেন। অ্যাথলেটরা ইভেন্টের শেষে যখন ঘর্মাক্ত, ঠিক সেই সময়ে মন্ত্রী ঝাঁপিয়ে পড়ছেন। এখানেই শেষ নয়, দীপা কর্মকারের মতো জিমন্যাস্টের নাম তিনি লিখেছেন ‘দীপা কর্মনাকর’। এক টুইটে তিনি দীপার নাম এভাবেই লিখেছেন। সূত্র: এবেলা।
বিডি-প্রতিদিন/ ১৭ আগস্ট, ২০১৬/ আফরোজ