ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেষ্টার ইউনাইটেডকে ৪-০ গোলে হারাল চেলসি। স্টামফোর্ড ব্রিজে প্রথম লেগে নিজেদের নবম ম্যাচে জয়ের পর পয়েন্ট টেবিলে চেলসির অবস্থান সুদৃঢ় হলো।
নয় ম্যাচে টোটেনহামের সমান ১৯ পয়েন্ট এখন চেলসির। পয়েন্ট টেবিলে যৌথভাবে চতুর্থ স্থানে রয়েছে ক্লাবটি।
ঘরের মাঠে ম্যাচের প্রথম মিনিটেই চেলসিকে এগিয়ে দেন (১-০) পেড্রো এলিজার রদ্রিগেজ। ম্যাচের ২১ মিনিটে ব্যবধান বাড়ান (২-০) গ্যারি কাহিল। দুই গোলে এগিয়ে থেকে প্রথমার্ধের বিরতিতে যায় চেলসি।
৬২ মিনিটে ব্লুজদের হয়ে তৃতীয় গোলটি করেন ইডেন হ্যাজার্ড। ম্যাচের ৭০ মিনিটে এন গোলো কান্তে গোল করলে চেলসির কাছে ৪-০ গোলে বিধ্বস্ত হয় ম্যানইউ।
বিডি-প্রতিদিন/ ২৩ অক্টোবর, ২০১৬/ সালাহ উদ্দীন