স্প্যানিশ লিগে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে রবিবার রাতে জয় তুলে বার্সেলোনাকে পেছনে ফেলে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে সেভিয়া। ভ্যালেন্সিয়ার বিপক্ষে শনিবার রাতেই ৩-২ গোলে জয় পেলে পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠে বার্সেলোনা।
৯ ম্যাচে ২০ পয়েন্ট সেভিয়ার। ১৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে বার্সেলোনা। সমান ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে অ্যাটলেটিকো মাদ্রিদ আছে তৃতীয় অবস্থানে।
রোববার নিজেদের মাঠে ১-০ গোলে অ্যাটলেটিকো মাদ্রিদকে হারায় সেভিয়া। ম্যাচের ৭৩ মিনিটে একমাত্র গোলটি করেন ফরাসি মিডফিল্ডার স্টিভেন জঞ্জি।
বিডি প্রতিদিন/২৪ অক্টোবর ২০১৬/ এনায়েত করিম